“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ২৪-৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সপ্তাহের কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সহকারী সমাজসেবা অফিসারসহ অন্যান্যরা। সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, পিআইও মোহাম্মদ আব্দুল মান্নানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার প্রচারণা, মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সম্মেলন ও মতবিনিময়, র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান ও পুকুর জলাশয়ের পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ, মাছের খাদ্য ও বিভিন্ন উপকরণ বিতরণ, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024