|
Date: 2023-07-17 10:16:55 |
বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মাদক সেবনের অপরাধে ১০ জনকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (১৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার টুকটুক তালুকদার প্রত্যেকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা করে জরিমানা আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ডালম্বা গ্রামের কাশেম সরদারের ছেলে শিপন সরদার (২৪), ডহরপুর গ্রামেন এনামুল হকের ছেলে নিরব হোসেন (২৩), মন্ডবপুর গ্রামের নুরল ইসলামের ছেলে মারুফ আলী (৩২), সাওইল দীঘিরপাড়ার মনশের আলীর ছেলে নয়ন আহম্মেদ (৩৬), সান্তাহার নতুন বাজার এলাকার রুহুল আমিনের ছেলে হাফিজুর রহমান (৩৩) একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে নয়ন হোসেন (৩১) কুদ্দুসের ছেলে পাপ্পু (২৫) সান্তাহার মালগুদাম এলাকার মোংলা সরদারের ছেলে চাঁন মিয়া (৩০) শফিকুল ইসলাম বাবুর ছেলে আলামিন হোসেন (২৩) ও নওগাঁ সদরের এনায়েতপুর বোডেরঘর এলাকার মোজাম্মেল সরদারের ছেলে মিলন সরদার (৩৩)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আদমদীঘি থানা পুলিশ উপজেলার নসরৎপুর, সাওইল, বিহিগ্রাম, সুদিন, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে। মাদক সেবন করার সময় উল্লেখিত ব্যক্তিদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার প্রত্যেকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা করে জরিমানা আদেশ প্রদাণ করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার দুপুরে দন্ডপ্রাপ্তদের আদালতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024