কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঢাকায় চলমান আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।


সোমবার বেলা ২ টায় কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।



কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমানের সভাপতিত্বে ও কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মসুচীতে বক্তব্য রাখেন ধূরুং আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোরশেদুল আলম, সতরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুর আলম আজাদ, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ইউছুপ,কৈয়ারবিল আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল বক্তব্য রাখেন।


এতে উত্তর বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আহমদ হোছাইন, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শংকর পাল, কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ইউনুস, আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইখতিয়ার উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করবে তা পালনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের আন্দোলন আরও তীব্রতর করার আহ্বান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024