মামলা থেকে পরিত্রাণ পেতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ  ইউপির যতীন্দ্রনগর গ্রামের মৃত আব্দুল জব্বার গাজীর ছেলে মোঃ আজাদ গাজী শ্যামনগর থানার জিআর মামলা নং-১৭ থেকে পরিত্রাণ পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনে মোঃ আজাদ গাজী লিখিত বক্তব্যে বলেন,২০২১ সালে শ্যামনগর থানায় একই গ্রামের আমিনুর গাজীর মেয়ে মোছাঃ আফরোজা খাতুন বাদী হয়ে তাকে আসামি করে ১৭/২৬৫/২১ নং শিশু হত্যা মামলা করেন।

বাদী পক্ষের সাথে পূর্বে থেকে জমি জায়গা সহ বিভিন্ন মামলা চলে আসছে। তারই আলোকে উক্ত মামলায় আসামি করে। তিনি বলেন ঘটনার দিনে বাড়ীতে ছিলেন না। কোন কিছু বুঝে ওঠার আগেই র‌্যাব-৬ তাকে আটক করে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং কারাগারেও ছিলেন। মামলাটি সুষ্ঠ তদন্তের স্বার্থে পিবিআইের কাছে হস্তান্তর করে কতৃপক্ষ। পিবিআইের তদন্তে জানা যায় ঘটনার সাথে তিনি কোনভাবে সংযুক্ত ছিলেন না বলে জানান। আজাদ গাজী লিখিত বক্তব্যে বলেন পূর্ব শত্রুতা মূলক বাদী পক্ষ সমাজে তার মান সম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে মিথ্যা মামলা করেন। বর্তমানে পিবিআই তদন্ত প্রতিবেদনের পরে উক্ত মামলায় দুই জন জেল হাজতে রয়েছে।
 আজাদ গাজী লিখিত বক্তব্যে এ মামলায় প্রকৃত দোষীর শাস্তির দাবী ও মিথ্যা হয়রানি মূলক মামলা থেকে পরিত্রাণ পেতে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

ছবি- শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন আজাদ গাজী।



                                      

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024