মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন ও বালু বহনের দায়ে গাড়ীর মালিক শামিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকার লাংলিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন করে ট্রাকযোগে বালু বহনের দায়ে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার তালুকদার।

 এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার জানান, উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন করে বাহনে দায় গাড়ীর মালিক শামিম মিয়াকে মোবাইল কোর্ট পরিচালনা কালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ২২'শ ঘনফুট বালু জব্দ করা হয় বলে তিনি জানান। অবৈধ বালু উত্তোলনকারী ও বহনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024