|
Date: 2023-07-17 14:31:16 |
ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা।
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠি হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার
আসাদুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ২৬ জুলাই উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর মোড়ে পাক-বাহিনীর সহিত বীর মুক্তিযোদ্ধাদের ভয়াবহ সম্মুখ যুদ্ধ হয়। পাক-বাহিনীদের সাথে সম্মুখ যুদ্ধে ৭ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এ যুদ্ধে পাক-হানাদার বাহিনীর ব্যাপক ক্ষয়-ক্ষতি ও হতাহত হয়।
শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরবর্তীতে লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় সমাহিত করা হয়। উক্ত স্থানটি বর্তমানে সাত শহীদের মাজার নামে পরিচিত।
© Deshchitro 2024