স্কিন টাচ অর্থাৎ মোবাইল আসক্তি মাদকের চেয়ে ভয়াবহ। এর মাধ্যমে বাচ্চাদের মেধার বিকাশ হচ্ছে না। মেধা বিকাশে স্কিন টাচ আসক্তি থেকে দূরে রাখতে হবে বাচ্চাদের। বই পড়ায় অভ্যস্ত করতে হবে।


মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্যাব আয়োজিত ‘সুস্থ সাংস্কৃতিক বিকাশে ট্যাব মিডিয়া-২০২৩’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।


সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমিও স্কিন টাচে আসক্ত। তবে এটার মাধ্যমে আমি গেইম খেলি না, বা খেলা দেখি না। আমি রাত-দিন পত্রিকা পড়ি। লেটেস্ট নিউজগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করি। আজও আপনারা আমাদের যদি বলেন বিশ্বের কোন কোন নিউজ আলোচিত সেটা আমি বলতে পারবো।


তিনি বলেন, আমার বই পড়ার নেশা আছে। আমি প্রচুর বই পড়তাম এখনও পড়ি। এক সময় গাড়ির মধ্যেও বসে বসে বই পড়তাম। এখনও লাইব্রেরিতে দেখি বই পড়তে, তারা বিসিএস নিয়ে পড়াশোনা করেন। বই পড়লে মেধার বিকাশ হয়, যেটা অনলাইনে গেইম খেলে আসে না।


সমসাময়িক পরিস্থিতি নিয়ে কে এম খালিদ বলেন, এ দেশের জনগণ ভোট দিয়ে নেতা নির্বাচন করবে। এখানে ভোটের মাধ্যমেই একটি সরকার নির্বাচিত হবে। কেউ বলবে আর সরকার নির্বাচিত হবে, এটা কী করে হয়। এটা কলোনি? আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে এ দেশের মানুষ ঠিক করে কে সরকার হবেন। তারা ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচিত করেন। বাইরের কেউ বললেই সব পরিবর্তন হবে না, জনগণ ঠিক করবে, ঠিক করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024