|
Date: 2022-09-14 11:08:08 |
◾ নিউজ ডেস্ক
রাজধানীর খিলগাঁওয়ে খুকি বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী আবুল হাসেমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের ৭ নম্বর তিলপাপাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করেছে। আনুষ্ঠানিকতা শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024