|
Date: 2023-07-18 06:36:32 |
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে সোমবার ৩ বছর বয়সী এক শিশু ভুলবশত তার এক বছরের বোনকে হ্যান্ডগান দিয়ে গুলি করে হত্যা করেছে। সোমবার ঘটনাটি সান দিয়েগো কাউন্টির ফলব্রুকে ঘটেছে বলে থেকে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে স্থানীয় পুলিশ শিশুটির ডাকে সাড়া দেয়। পৌঁছানোর পরে, তারা দেখতে পায় ৩ বছরের শিশু তার এক বছরের বোনকে গুলি করে হত্যা করেছে।
এক বছরের শিশুটির মাথায় আঘাত পাওয়া গেছে। ফায়ার বিভাগের কর্মীরা শিশুটিকে পালোমার হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
কর্মকর্তারা জানান, ‘যখন নর্থ কাউন্টি ফায়ার প্রোটেকশন ডিস্ট্রিক্ট ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছায়, তারা একটি ১ বছর বয়সী এক মেয়েশিশুকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।’
তবে কর্তৃপক্ষ নিহত শিশুর নাম প্রকাশ করেনি।
© Deshchitro 2024