দিনাজপুর সদরের রামনগর এলাকায় নিজেদের রাজত্ব কায়েম এবং আধিপত‍্য বিস্তারে অসহায় নিরীহ মানুষের উপর অমানবিক ও পাশবিক নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করেছে কোতয়ালি পুলিশ।
১৭জুলাই সোমবার রাত আনুমানিক ২টা ৩০মিনিটে দিনাজপুর সদরের রামনগর মামুনের মোড় নামক স্থানে মুদি ব‍্যবসায়ি এসএম ইলিয়াস আলী @কচি কে অনাকাঙ্ক্ষিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত ও জখম করে হাসপাতালে পাঠিয়েছেন রামনগর মামুনের মোড়র পূর্ব দিক এলাকার মৃত কোবাদ আলীর তিন সহোদর ভাই মোঃ সোহেল (৪৫),মোঃ জুয়েল (৪০) এবং মোঃ রুয়েল ওরফে চেঙ্গু (৩০)সহ অজ্ঞাতনামা ৭/৮জন সন্ত্রাসীরা ফিল্মি কায়দায় এলাকায় নৈরাশ‍্য সৃষ্টি করে অসহায় মানুষজনকে মেরে আধিপত‍্য বিস্তারে  ত্রাসের রাজত্ব কায়েম করতেই এই হামলা চালিয়েছে বলে এলাকার একধিক ব‍্যক্তবর্গ  ও বিশ্বস্থ সুত্র জানা যায়। ইতি পূর্বেও এই রকম ঘটনা ঘটাতে গিয়ে এলাকাবাসীর সহোযোগীতায় রক্ষা পেয়েছে এক অসহায়ের জীবন।এঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে রামনগর এলাকায় জন রোশের সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণেকোতয়ালি থানার অফিসার ইনচার্য মোঃ তানভীরুল ইসলামের দিকনির্দেশনায়  উপপরিদর্শক রেজওয়ানুল করিম ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে এলাকাবাসীর সহয়তায় ঘটনার সাথে জড়িত উপরোক্ত আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।থানায় বাদী জখমকৃত ইলিয়াষের স্ত্রী রিনা পারভীনের দায়েরকৃত  এজাহারের ভিত্তিতে তিন সহোদর ভাই সোহেল,জুয়েল ও রুয়েলের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়,যাহার মামলা নাম্বার ৫৭।ঘটনা সম্পর্কে জানতে চাইলে দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইন চার্য তানভীরুল ইসলাম জানান প্রতিদিনের ন‍্যায় ইলিয়াসআলী তার বাড়ীর পাশে যে চারটি দোকান রয়েচে তা দেখতে বের হলে এহাজারে উল্লেখিত আসামীসহ অজ্ঞাতনামা ৭/৮জন দুষ্কৃতিকারী ইসিয়াসআলীকে উপুর্যপরী ছুরিকাঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে।ঐ সময় দিনাজপুর কোতোয়ালি থানার মোবাইল ১এর দায়িত্বে নিয়োজিত কৃষ্ণ ঘটানাস্থল দিয়ে যাবার পথে এদৃশ‍্য দেখতে পেয়ে  আসামীদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায় এবং গুরুতর আহত ব‍্যক্তিকে রক্তক্ত অবস্থায় হাসপাতালে প্রেরন করা হয়। বাদী রিনা পারভীন থানায় এসে এজাহার দাখিল করলে আমি নিজে তদন্ত সাপেক্ষে এজাহার নামীয় তিনজন আসামীকে ধরা হয় এবং এ ঘটনার সাথে জড়িত অন‍্যান‍্য আসামীদেরকেও ধরতে অভিযান অব‍্যাহত রয়েছে বলে তিনি জানান। গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024