শ্যামনগরে আইন শৃঙ্খলা বিষয়ক সভা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার (১৮ জুলাই) সকালে শ্যামনগর থানার আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলার ঈশ^রীপুর ইউপির সভাকক্ষে ইউপি চেয়ারম্যান এ্যাড. জি এম শোকর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাফিজুর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে এলাকার সার্বিক নিরাপত্তা, চুরি, ছিনতাই, দস্যুতা, ডাকাতি যাতে না ঘটে সে বিষয়ে বিভিন্ন প্রকার দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এ ছাড়া সভায় ঈশ^রীপুর ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্য মান্য ব্যক্তি বর্গ বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন স্থানে চুরি হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ইউনিয়নে শ্যামনগর থানা পুলিশ সভা করছেন। অপরদিকে দুপুরে শ্যামনগর থানা চত্তরে চৌকিদার প্যারেডে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।  

ছবি- শ্যামনগর ঈশ^রীপুর আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024