জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজনে 'আমাদের সিনেমা' শিরোনামে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পরিচালিত হয় সিনেমা শো-পর্ব। 


বুধবার (১৪সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সমসাময়িক  তরুণদের জনপ্রিয় সিনেমা রায়হান রাফি পরিচালিত 'পরান' শো দেখানো হয়।  জানা যায়, শিক্ষার্থীরা সিনেমায় নায়িকা 'অনন‍্যার' চরিত্র রহস‍্য নিয়ে সবাই অনেক বেশী উদ্বিগ্ন ছিল। 

০৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর  সিনেমা শো পর্ব চলে। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে  টিকিট বিক্রি শুরু হয়  আগেই তবে পরান সিনেমার টিকিট বিক্রি হয়  প্রায় ৩৫০টি অন‍্যান‍্য সিনেমার জন‍্য বিক্রি হয় গড়ে ২০০টি টিকিট। অডিটোরিয়ামে প্রদর্শিত অন‍্যান‍্য জনপ্রিয় সিনেমাগুলো ছিল 'রাত জাগা ফুল,শিমু, লোনা জলের কাব‍্য, গন্ডি,অলাতচক্র'ও পরাণ ।


 'পরাণ' দেখতে অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন জবি চলচ্চিত্র সংসদের সদস‍্যবৃন্দ, আয়োজক স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও সিনেমার আয়োজক কমিটি। 'পরাণ' সিনেমা দেখে অনেকের চোখের কোণে অশ্রু জমে যায় এবং তা কপোল বেয়ে পড়তে থাকে। একটি বাস্তবধর্মী কাহিনী নিয়ে রচিত এ সিনেমার নায়িকা বিদ‍্যা সিনহা খুব রহস্যময় করে নারী চরিত্রকে উপস্থাপন করেছেন। 

 

এছাড়াও 'পরাণ' সিনেমা প্রদর্শনের  পূর্বে  বাংলাদেশের  অপ্রকাশিত সিনেমা  জয়া আহসানের ' বিউটি সার্কাস' এর ট্রেইলার দেখানো হয়। 

 

 সিনেমা শেষে সিনেমা থেকে শিক্ষা প্রকাশ করে মাহমুদ হাসান তনয় বলেন, জীবনের প্রতিটি পদক্ষেপ নিতে আবেগী না হয়ে বাস্তবমুখী হতে হবে। যেহেতু  আমরা সিনেমার সাথে বাস্তবতার অনেক মিল খুজে পায়। 

সিনেমা সম্পর্কে  অতসী বলেন, সিনেমায় রাজের চরিত্রটা অনেক ইনোসেন্ট ছিল। সব মিলিয়ে একটা স্টেনডার্ট মুভি ছিল 'পরাণ'। 


গত ০৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় অডিটোরিয়ামে ' আমাদের সিনেমার' উদ্বোধন করেন জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. ইমদাদুল হক।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি আমান হোসেন বলেন, আমরা প্রতিবছর দেশসেরা সিনেমা নিয়ে আয়োজন করে থাকি। তবে এবারের আয়োজনে শিক্ষার্থীদের ব‍্যাপক সাড়া পেয়েছি এবং তা আমাদের আরও  অনুপ্রেরণা দিয়েছে। আমরা খুব শীঘ্রই আরও একটা ইভেন্ট শুরু করব।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024