প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গ্রামীণ ব্যাংক ২০২৩ সালে দেশব্যাপী ২০ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে।গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে বনভূমি থাকা উচিত ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র। তারই ধারাবাহিকতার  অংশ হিসেবে দেশব্যাপী গ্রামীণ ব্যাংক  শাখা সমূহ  “ গাছে গাছে ভরবো দেশ, আসবে সবুজ ছায়ার পরিবেশ” এই   প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁও যোনে গাছের চারা বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক। ঠাকুরগাঁও যোনের আওতায় সোমবার আধারদিঘী বালিয়াডাজ্ঞী শাখার ২০ জন  সদস্যের মাঝে ২০০ চারা বিতরণ করা হয়।


এসময়  উপস্থিত ছিলে অত্র শাখার শাখা ব্যবস্থাপক মো: মোনারুল ইসলাম, অফিসের সেকেন্ড অফিসার মো: আবু সাঈদ সহ সকল অফিসার বৃন্দ  ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024