ময়মনসিংহ জেলাধীন ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়ন এর পুড়াপুটিয়া গ্রামের বাইরাখালী ব্রিজ সংলগ্ন  তালুকদার বাড়ীর পিছন দিয়ে শেখ রাসেল স্কুল গামী রাস্তা মরহুম হামিদ মাস্টার বাড়ী পর্যন্ত কাজ শেষ না হওয়া এবং শেখ রাসেল স্কুল এর পূর্ব হতে পুড়াপুটিয়া শাহী বাজার গামী রাস্তার কাজ শেষ না হওয়ায় জোয়ারীদের আড্ডা এই রাস্তা গুলোর পার্শবর্তী গাছের নিচে দিন দুপুরে আরাম আয়েশে চলছে ! জোয়ারীদের উৎপাতে গ্রামের কৃষকের কৃষি জমিতে পানি দেওয়ার মটর চুরি হচ্ছে সেই সাথে গরিবদের পরিবারে ছোটখাটো জগড়ার বিচার শালিশের নামে জোয়ারী নেতাদের চলে গোপনে চাদাবাজির বিশাল ব্যবসা !

শেখ রাসেল স্কুলের পশ্চিম পার্শ্বে নদীর ওপারে মানিক মড়ল এর বাড়ীর পুর্ব পার্শ্বে একাশি গাছের বাগানের নিচে এবং নদীর পারে দিন দুপুরে লক্ষ লক্ষ টাকার জোয়া খেলা দিন দুপুরে হচ্ছে ! মটর সাইকেল চলাচলের উপযোগী না হওয়ায়; রাস্তা দিয়ে পুলিশ হেটে আসার উপস্থিতি টের পেয়ে মুহুর্তের জন্য জোয়ারীরা পালিয়ে যায় ! পুলিশ ফিরতি পথে চলার পিছন দিয়েই শুরু হয় আবার জোয়ার আড্ডা ! 

অপর দিকে স্কুলের পার্শ্ববর্তী দোকানে কেরাম বোর্ড বসিয়ে আশপাশের যুবকদের সন্ধ্যায় পড়ার টেবিল ছেড়ে শুরু হয় কেরাম খেলা চলে রাত দুপুর পর্যন্ত ! কেরাম খেলায় বাজি ধরা হয় জাল মুড়ি, দোকানের বিভিন্ন পন্য এতে লাভবান হচ্ছে দোকানী অল্প অল্প করে বাজি থেকে জোয়ার আসরে বসার সাহস তৈরি হচ্ছে কেরাম খেলা হতে এবং যুবক ছাত্রদের সিগারেট এর ধুয়ায় মুরব্বিদের চা খাওয়ার পরিবেশ নষ্ট করে ফেলা হচ্ছে ! বিষয়গুলো স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের নজরে আসা খুবই জুরুরি! 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024