রাজশাহী জেলার সুযোগ্য টি আই , মোঃ মাহমুদুন নবী পুলিশ পরিদর্শক (শহর ও যান) টি আই -১ প্রশাসন, ট্রাফিক অফিস রাজশাহী এর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা হিউম্যান হলার মালিক সমিতির নেতৃবৃন্দ।

গতকাল (১৪ সেপ্টেম্বর ) বুধবার  বিকালে  জেলা টি আই কার্যালয়ে সাক্ষাৎকালে টি আই  মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন কমিটির নেতৃবৃন্দ। সৌজন্যে সাক্ষাৎকালে হিউম্যান হলার মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

হিউম্যান হলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাবু বলেন,স্যার আমাদের গাড়ীগুলি পুলিশ ডিউটি, নির্বাচন ডিউটি, বিসিএস পরীক্ষা, সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা, হরতাল অবরোধ সহ বিবিধ কাজে সরকারকে সহযোগীতা করে থাকে। তাছাড়া এই গাড়ীগুলিতে মেডিক্যাল, রুয়েট, বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কোর্টের যাত্রীরা কম খরচে যাতায়াত করতে পারে।

এছাড়াও ছাত্র ছাত্রীরা হাফ ভাড়া দিয়ে আমাদের গাড়ীগুলিতে যাতায়াত করতে পারবে তবে তা অবশ্যই আইডি কার্ড প্রদর্শন পূর্বক। তিনি আরও বলেন, যারা দিন মজুর, হতদরিদ্র মানুষ তাদের যাতায়াতের জন্য কম ভাড়ায় আমাদের গাড়ী গুলিতে যাতায়াত করতে পারবে।

সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন,  মোঃ শরিফুল ইসলাম সভাপতি রাজশাহী জেলা হিউম্যান হলার মালিক সমিতি,মোঃ আনোয়ার হোসেন সহ সভাপতি, সাজ্জাদ আলী আসিফ সহ সাধারণ সম্পাদক, আকবর হোসেন অর্থ সম্পাদক, রফিকুল ইসলাম বাবু সাংগঠনিক সম্পাদক, সেলিম হোসেন দপ্তর সম্পাদক, বদিউজ্জামান বদি কার্যনির্বাহী সদস্য, আনিছুর রহমান শুভ কার্যনির্বাহী সদস্য, মোঃসোহরাব আলী সম্মানিত উপদেষ্টা, মোঃ আব্দুল আজিজ সম্মানিত উপদেষ্টা, যুবায়ের মন্ডল সম্মানিত উপদেষ্টা, রবিউল ইসলাম,একরাম আলী উচ্চমান সহকারী, অনিক অফিস সহায়ক  উপস্থিত ছিলেন। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024