|
Date: 2023-07-18 14:10:00 |
শেরপুরের শ্রীবরদীতে কারিতাস সীডস কর্মসূচির উদ্যোগে বেকার যুবক-যুবতীদের সেবা প্রাপ্তির উদ্দেশ্যে মহিলা বিষয়ক অফিসের সাথে লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার সকালে সিমসাকবো মোবাইল টেকনিক্যাল স্কুল হালুয়াহাটিতে অনুষ্ঠিত লিংকেজ সভায় সভাপতিত্ব করেন, প্রজেক্ট অফিসার ওসমান গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ। আরও উপস্থিত ছিলেন, টিবেট ফোরামের সভাপতি রাজু আহমেদ, টেকনিক্যাল অফিসার তমাল মৃ, বাদল এল কস্তা, ফাইন্যান্স অফিসার(সীডস) শ্যামল কৃষ্ণ চন্দ, মাঠ সহায়ক প্রাণ চিরান প্রমুখ। বেকার যুবক-যুবতীদের সেবা প্রাপ্তির উদ্দেশ্যে মহিলা বিষয়ক অফিসের সাথে লিংকেজ সভা সত্যজিত মৃ, উপজেলা সমন্বয়কারী সীডস এর পরিচালনায় প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা বলেন, কারিগরী প্রশিক্ষণ বেকার সমস্যা দূর করতে সহায়তা করবে। যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন তাদেরকে এ প্রশিক্ষণটি যথাযথভাবে ব্যবহারের সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস হতে সহায়তা প্রাপ্তির জন্য নিয়মিত যোগাযোগের পরামর্শ প্রদান করেন।লিংকেজ এ সভায় ইলেকট্রিক এন্ড মটর রিওয়ান্ডিং এর ১২ জন, টেইলারিং এন্ড ইন্ড্রাস্টিয়াল সুইং এর ১২ জন প্রশিক্ষনার্থীসহ মোট ৩৫ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024