কক্সবাজারের চকরিয়ায় জুয়া খেলায় বাঁধা দেওয়ায় মুবিনুল হক (৩৫) নামের এক শ্রমিকলীগ নেতাকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মুবিনুল হক ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সদস্য।

আহত মুবিনুল হক কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।


জানা যায়, গত শনিবার রাতে মাইজপাড়া পূর্ব স্টেশনে স্থানীয় জিয়াবুল হকসহ ৪ জন যুবক মোবাইলে জুয়া খেলছিলেন। এতে মুবিনুল হক বাধা দেন।


এ ঘটনা জিয়াবুল তার বড়ভাই আবদুল হামিদকে বিষয়টি জানায়। পরদিন রবিবার হামিদ বাধা দেওয়ার কারণ জিজ্ঞেস করে মুবিনুলকে শাসায়। পরে সোমবার রাতে মুবিনুল হককে একা পেয়ে হামিদও তার ভাইসহ ২০-৩০ জন লোক জড়ো করে তাকে মারধর করেন। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

মুবিনুল হকের পিতা শাহাবউদ্দিন বলেন, আমার ছেলে জুয়া খেলায় বাধা দেওয়ায় ছুরিকাহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী। তার পেটের বাম পাশে হাতে ও কানে ছুরিকাঘাত করা হয়।

আমি এ বিষয়ে সঠিক তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি প্রশাসনের কাছে।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনা জানার পর আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শক করেছি। তুচ্ছ বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024