|
Date: 2023-07-18 15:43:50 |
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুত গ্রামে স্বামীর বাড়িতে স্ত্রীর বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।
১৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় স্বামীর বাড়ীতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্বামী নিজেই স্ত্রী মাহীকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হাসপাতাল সুত্রে জানা গেছে,সাড়ে দশটায় বিষপান অবস্থায় মাহীকে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়,উপজেলার টাকাহুত গ্রামের খলিলুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম আকাশ এর
সাথে প্রেম করে বিয়ে হয় বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বিজয়হাট গ্রামের নুরুন নাহার মাহীর। বিবাহের কয়েক মাস পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিলো।বিষয়টি নিয়ে জন-প্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোন লাভ হয়নি।
মাহীর মাতা রজেদা বেগম জানান, আজ সকালে আমার মেয়ে তার স্বামীর বাড়িতে উঠতে চাইলে আমার মেয়ের-জামাই আকাশ তাকে বাড়িতে ঢুকতে দেয়না এবং বলে সে আমার মেয়েকে নিয়ে সংসার করবেনা।এজন্য আমার মেয়ে অভিমানে তার স্বামীর সামনেই বিষ পান করে।
আকাশের বাবা খলিলুর রহমান জানান, আমার ছেলে মাহিকে তালাক দিয়েছে বলে আমি জানি তালাকপ্রাপ্তা স্ত্রী আমাদের বাড়ীতে এসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে আমার ছেলে তাকে হাসপাতালে নিয়ে যায়।
বিষপানে আহত আশরাফুল ইসলাম আকাশের স্ত্রী মাহী জানান, অন্য সংসার ভেঙে আমি আকাশকে বিয়ে করেছি,আমি আকাশকে ছাড়া বাঁচবোনা।প্রায় দু'বছর আমাদের সংসার জীবন এখন সে বলছে আমাকে নাকি সে ডিভোর্স দিছে। অথচ আমি ডিভোর্সের কোন কাগজ হাতে পাইনি। আমি আমার স্বামীর সংসার করতে চাই তাছাড়া আমি আইনের ব্যবস্তা নিবো।
এসব বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওয়াসিম আল বারী বলেন,বিষপানে আত্মহত্যা চেষ্টা করার বিষয়ে এখনো কোন অভিযোগ আমরা পাইনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024