"ডোমার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতির সঙ্গে আমি যুদ্ধ ঘোষণা করলাম!" এমন একটি পোষ্ট করেছে ডোমার সরকারী কলেজ শাখার সভাপতি মনিরুল ইসলাম মনির।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে নিজের ফেইসবুক আইডিতে এই পোষ্ট করতে দেখা যায় ছাত্রলীগ নেতা মনিরকে। নিজ দলের নেতার বিরুদ্ধে এমন পোষ্ট করায় অনেককেই অবাক করে দিয়েছে এই ছাত্রলীগ নেতা। এমন পোষ্ট করার প্রকৃত ঘটনা জানতে ফেইসবুকে পোষ্টে মন্তব্য করেছেন দলীয় নেতাকর্মী সহ এলাকার অনেকেই।

ফেইসবুক পোষ্টের মন্তব্য করতে দেখা যায় আ'লীগ সভাপতির স্ত্রী নাহার সুলতানাকে। জানতে চেয়ে তিনি লিখেছেন, "কেন উনি কি অবৈধ কোন কাজ করেছে বা কারো পাকা ধানে মই দিয়েছে নাকি?" এই মন্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগ নেতা মনির জবাব দিয়েছেন, "আমার ক্ষতি হয়েছে,  তাই আমিও দেখতে চাই কতবড় টিম তৈরি করেছেন, উনি আমার টিমের সাথে যুদ্ধ করে দেখাক ওনার পার্ফরমেন্স।"

সংবাদকর্মীকে ঘটনার ব্যাপারে জানাতে অস্বিকৃতি জানান ছাত্রলীগ নেতা মনির। তিনি বলেন 'এটি টপ সিক্রেট'

এ ব্যাপারে অবগত নন বলে জানান ডোমার উপজেলা আ'লীগ সভাপতি আইনজীবী মনোয়ার হোসেন। তিনি জানান, আমি শান্তিপ্রিয় মানুষ এবং গঠনতন্ত্র মেনে দল পরিচালনা করি। এ ব্যাপারে কোনো ধারনা নেই বলে তিনি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024