কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে ১৪ এপিবিএনের অভিযানে ২৪,০৫০ পিস ইয়াবা সহ একজন বাংলাদেশী ও একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীসহ দুইজন আটক করেছে এপিবিএন পুলিশ।


কক্সবাজার ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ সৈয়দ হারুন অর রশীদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান।


সোমবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উখিয়া কুতুপালংস্থ ৭ নম্বর ক্যাম্পের ডি ২ ও ডি ৪ ব্লকের মধ্যবর্তী বাঁশের তৈরী ব্রীজের উপর নৌকার মাঠ ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশী নাগরিক মোঃ নাজিম উদ্দীন (৩৬) চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন পাটানদন্ডী ৭নং ওয়ার্ডের পাটানদন্ডী এলাকার মৃত সোলেমান গনি, ও লাইলা বেগমের ছেলে। অন্যজন হলেন মোঃ নূরুল আমিন (৩৫) উখিয়ার ৭ নম্বর ক্যাম্পের ডি ১০ ব্লকের বাসিন্দা মৃত শুক্কুর, ও হাকিমা খাতুন এর ছেলে কে ২৪,০৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।


আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024