|
Date: 2023-07-19 03:45:35 |
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন প্লাটফরর্মে মদ খেয়ে মাতলামি করার সময় তিন মাতালকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গত সোমবার (১৭জুলাই) দিবাগত রাত তিন’টার দিকে স্টেশনের ৩নং প্লাটফরর্ম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কোলা এলাকার নিরব (১৯), মহাদেবপুর উপজেলার খোষাল বাড়ি এলাকার ফজলে রাব্বি (২২) ও একই উপজেলার শালবাড়ি এলাকার শাফিউল রহমান (২৬)।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ রায় বলেন, সোমবার রাতে ওই সময় সান্তাহার স্টেশনের ৩নং প্লাটফরর্মে ওই তিন যুবক মদ খেয়ে মাতলামি এবং ট্রেনের জন্য অপেক্ষামান যাত্রীদের উত্যক্ত করছিল । খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024