|
Date: 2023-07-19 09:20:36 |
"জাগো বাঙালি জাগো"। কলমে: মোঃ আরিফুল ইসলাম। যে বাঙালি শিখিয়েছিল, সবার উপর মানুষ ভাই। সে বাঙালি জানতো কি? মানুষ বলে'মানুষ খাই।' এক বাঙালি লিখেছিলেন জনো গনো মনো অধি। আজ বাঙ্গালি দেখলে সে, তার কলম হতো নীরবধী। কিসের নেশায় বাংলা এখন জ্বলছে বাড়ি, ঝরছে প্রাণ। কে ফোটাবে মানবতা_ চাইছি তার অভ্যুত্থান। শাসক এখন নাশক হয়ে- বাংলা হিংসায় চর্চিত, বলতে এখন বাধা নেই এই বাঙালি লজ্জিত।
© Deshchitro 2024