|
Date: 2023-07-19 10:42:19 |
বগুড়ার শেরপুরে গাড়ীদহ এলাকায় একটি ব্রীজ এলাকায় হত্যা মামলার আসামীরা বাদির পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি দেওয়ায় গত মঙ্গলবার রাতে হত্যা মামলার ২নং আসামী গাড়ীদহ ইউনিয়ন আ.লীগের পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি (৪৫) সহ চার জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২ বছর আগে গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে খলিলুর রহমানকে হত্যার ঘটনায় আদালতে ১৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে আদালত থেকে ওই মামলা তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা সংস্থাকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়। তদন্ত চলাকালীন অবস্থায় ১৯ জুলাই বুধবার আসামীদেরকে বগুড়ায় সিআইডি অফিসে ডাকে। এতে তারা ক্ষিপ্ত হয়ে আগের দিন (গত ১৮ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিহত খলিলুর রহমানের চাচা জহুরুল ইসলাম গাড়ীদহ বাসষ্ট্যান্ড এলাকায় তার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে, গাড়ীদহ বাংড়া ব্রিজ এলাকায় পৌছিলে ওই হত্যা মামলার ২নং আসামী গাড়ীদহ ইউনিয়ন আ.লীগের পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান, আব্দুল করিম, ডালিমসহ বেশ কয়েকজন তার পথ রোধ করে মামলা তুলে নেওয়ান জন্য হুমকি দেয়। পড়ে জহুরুল ইসলাম চলে যেতে নিলে আ.লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমানের সাথে থাকা একজন ডালিম চাপাতি নিয়ে তাকে ধাওয়া করে। এ ঘটনায় জহুরল ইসলাম বাদী হয়ে মতিউর রহমান, আব্দুল করিম, ডালিমসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ডালিমের হাতে থাকা চাপাতির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমারা সাহা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024