|
Date: 2023-07-19 11:41:47 |
শেরপুর জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুব কল্যাণ তহবিল হতে ২০২২-২০২৩ অর্থ বছরের অনুদানপ্রাপ্ত যুব সংগঠনদের মাঝে চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই মঙ্গলবার এ চেক বিতরণ করা হয়। কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চল কর্তৃক পরিচালিত এবং স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে কারিতাস মর্যাদাপূর্ণ স্থায়ীত্বশীল আর্থ সামাজিক ক্ষমতায়ন (সিডস) প্রকল্পের মাধ্যমে গঠিত নালিতাবাড়ী উপজেলার খলিশাকুড়া জাসেংআ যুব সংগঠনের সেক্রেটারী মিসেস ঝর্ণা চিসিম সংগঠনের পক্ষ থেকে ৪০ হাজার টাকার চেক গ্রহণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। এসময় মোট ২৪ টি যুব সংগঠনকে চেক প্রদান করা হয়। উল্লেখ্য, খলিশাকুড়া জাসেংআ যুব সংগঠন বিগত ১৭/০৮/২০২০ ইং তারিখে গঠন করা হয় এবং পরবর্তীতে ০৬/১২/২০২২ ইং তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক নিবন্ধিত হয়। বর্তমানে খলিশাকুড়া জাসেংআ যুব সংগঠন এর সদস্য সংখ্যা ৮৭ জন।
© Deshchitro 2024