বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী বি এস এস দাখিল মাদ্রাসার সুপার অহিদুজ্জামানের বিরুদ্ধে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সই, সীল জাল করে মাদ্রাসা উন্নয়নের বরাদ্দের পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ২ টি জামে মসজিদ সহ একটি মাদ্রাসার উন্নয়নের অনুদানের মোট ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।


মাদ্রাসার এই সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তার সই, সীলমোহর জাল করে প্রকল্প বাস্তবায়ন কমিটির রেজুলেশন জমা দিয়েছেন। 


মোরেলগঞ্জের বারইখালীর বিএসএস দাখিল মাদ্রাসাার বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান । কিন্তু জেলা পরিষদের বরাদ্দের রেজুলেশন বইতে মাদ্রাসার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এই মর্মে মাদ্রাসার সুপার অহিদুজ্জামান অন্য একজনকে সভাপতি বানিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে মাদ্রাসার উন্নয়ন বরাদ্দের টাকা তুলে নিয়েছে।


একজন মাদ্রাসা সুপারের এমন কান্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


এ ব্যাপারে অভি্যুক্ত সুপার অহিদুজ্জামান এর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'ব্যস্ত আছেন' বলে ফোনটা কেটে দেন।

অভিযুক্ত সুপার ওহিদুজ্জামান এর জাল-জালিয়াতির ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, ঘটনার সত্যতা যাচাই কারার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে অভি্যুক্ত ওহিদুজ্জামান এবং এর সাথে সম্পৃক্ত ওই প্রতিষ্ঠানের শিক্ষক তোফাজ্জল হোসেনের বেতন স্থগিত করা হয়েছে এবং তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তাদের বিরুদ্ধে চাকরি বিধি অনুসারে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

বরাদ্দকৃত মসজিদের একটি বারইখালী সুতালড়ী জামে মসজিদ কমিটির সভাপতি মোসলেম মোল্লা বলেন, সরকারি ভাবে জেলা পরিষদ আমাদের মসজিদ উন্নয়ন কাজের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছি বলে জেনেছি। অথচ আমরা মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক এ বিষয়ে কিছুই জানি না। কিন্তু জালিয়াতির মাধ্যমে এলাকার একটি দুষ্ট চক্র জেলা পরিষদ অফিসে ভূয়া প্রকল্প কমিটি দাখিল করে মসজিদের বরাদ্দকৃত টাকা তুলে আত্মসাৎ করেন।


মসজিদ উন্নয়নের নামে বরাদ্দের টাকা আত্মসাৎতের ব্যাপারে বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা'র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নের দুইটি মসজিদ সংস্কারের নামে বরাদ্দকৃত টাকা উন্নয়ন কাজে ব্যয় না করে আত্মসাৎ করার ঘটনাটি শুনেছি। এ ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উক্ত মসজিদের উন্নয়নের টাকা মসজিদ কমিটির কাছে ফিরিয়ে দেয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024