|
Date: 2023-07-19 12:42:38 |
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যাবসায়ী মো. জাহাঙ্গীর মুন্সিকে গ্রেফতারী পরোয়ানা মুলে আটক করেছে পুলিশ জাহাঙ্গীর মুন্সি উত্তর চরমোন্তাজ গ্রামে মোঃমিনহাজ মুন্সির ছেলে।
বুধবার দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই সজল কান্তি দাশের নেতৃত্বে একটি টীম তাকে চরমোন্তাজ স্লুইস বাজার থেকে আটক করে।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি দাস বলেন, জাহাঙ্গীর মুন্সি দীর্ঘ দিন মুদি মনোহারি ব্যাবসার আড়ালে মাদক ব্যাবসা করে আসছে । আসামীর বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মাদক আইনে ০৩ টি ও গলাচিপা থানায় মাদক আইনে ০১ টি মামলা রুজু আছে। আসামীকে আাদলতে হাজির করা হচ্ছে।
© Deshchitro 2024