ময়মনসিংহের ভালুকায় পুকুরে পানিতে ডুবে নানা নাতির মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে।


মঙ্গলবার বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন বালিয়াগড়া পাগলা এলাকায় নানা নাতির পুকুরে পানিতে ডুবে মৃত্যু এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানা যায়,ডাকাতিয়া ইউনিয়ন বালিয়াগড়া পাগলা এলাকায় সৌদি প্রবাসীর ছেলে মোঃ হাবিব (১২) পার্শ্ববর্তী নানা বাড়িতে বেড়াতে যাই। বিকেলে নানা মোঃ আইনাল হক (৬০) এর সাথে পুকুরে গোসল করতে নামলে নাতি তলিয়ে গেলে নানা তাকে তুলতে গেলে সাঁতার না জানার কার‌ণে উভয় তলিয়ে মৃত্যু হয়। বিকালে তাদেরকে না পেয়ে অনেক খোঁজাখুজি করার পর পুকুরে উভয়ের লাশ দেখতে পায়।


এ ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন,ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ। এ ঘটনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024