|
Date: 2023-07-19 15:03:03 |
টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দায়িত্বরত কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪৯হাজার ৫শ ৫০পিস ইয়াবাসহ ৩জন পুরুষ-মহিলাকে গ্রেফতার করেছে। এসব অভিযানে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরো ৩জনকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়,১৮জুলাই বিকাল সোয়া ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘড়িয়াপাড়ায় জনৈক ব্যক্তির বাড়ীতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ঝিমংখালীর মৃত আবুল মঞ্জুরের পুত্র মোঃ হেলাল উদ্দিন (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হলেও আরো একজন পালিয়ে যায়। পরে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার বসত-ঘরের শয়নকক্ষে একটি হলুদ রংয়ের চালের বস্তার ভিতরে হতে ২৩হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে রাত সোয়া ৯টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় মৃত মুহিব উল্লাহর পুত্র *মোঃ হাসিম (২৬) কে গ্রেফতার করে। এসময় আরো একজন মাদক কারবারী পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া রাত পৌনে ১২টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল সাবরাং আলীর ডেইল এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে স্থানীয় নাজমুলের স্ত্রী দিলদার বেগম দিলু (২৪) কে গ্রেফতার করলেও আরো একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে ৫হাজার ৫শ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
© Deshchitro 2024