চট্টগ্রামের মীরসরাইয়ে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা জব্ধ করা হয়। ওই নারীর নাম রোজিনা বেগম (৩০)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-ই-এর আব্দুস সালামের স্ত্রী।


মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি করা হয়।


তিনি আরও জানান, এ সময় রোজিনা বেগমকে সন্দেহ হলে নারী পুলিশ সদস্য দিয়ে তাকে তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা জব্ধ করা হয়। এর আনুমানিক মূল্য তিন লাখ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024