|
Date: 2023-07-19 16:23:05 |
শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে সরকার। তবে এ ছুুটি ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ জুলাই) জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে মন্ত্রী জানান, বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। আগস্টের শেষদিকে এ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। মন্ত্রী আরও জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলো নভেম্বরের মধ্যেই শেষ করা হবে। আগামীকাল মহররমের ছুটি থাকবে। রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।
© Deshchitro 2024