|
Date: 2023-07-20 02:08:25 |
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ময়মনসিংহের নান্দাইলে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৬ জন রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মো.ইনসান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন,সমাজের অসহায় ও হতদরিদ্র যারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেননা। তাদের আর্থিকভাবে মানবিক সহায়তা দিচ্ছেন বর্তমান জনবান্ধব সরকার।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
© Deshchitro 2024