নরসিংদীর পলাশে শিশু স্বর্গ কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণি থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তির সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।


২০জুলাই ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় শিশু স্বর্গ কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে প্রফেসর মোঃ আলতাফ হোসেন এ-র সভাপতিত্বে প্রথম শ্রেণি থেকে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তির সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠক মোঃ শহিদুল ইসলাম ভূইয়া এবং আহবান মানবিক সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান সমন্বয়ক মোঃ মিনার হোসেন খান কাজল। 



শিশু স্বর্গ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান জুলেখা আক্তার জুই এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পালিত হয়েছে। জানা যায় পলাশ উপজেলা কিন্ডারগার্টেন এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশন আয়োজিত ২০২০ সালে প্রথম শ্রেণির ছাত্র ছাত্রীদের মধ্যে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় অংশ গ্রহণ করে শিশু স্বর্গ কিন্ডারগার্টেন স্কুলের ৫ জন ছাত্র ছাত্রী বৃত্তি লাভ করে। উক্ত অনুষ্ঠানে বর্তমান ও সাবেক ছাত্র ছাত্রী সহ অভিভাবকরা উপস্হিত ছিলেন। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024