|
Date: 2023-07-20 09:05:17 |
কক্সবাজারে মোহাম্মদ হোসেন নামে এক সৌদি প্রবাসীকে হত্যার দায়ে আট জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার, মঞ্জুর হোসেন,মোঃ আলম,শহর মুলুক ওরফে কালু,আনোয়ার হোসেন ওরপে কালুইন্যা,জসিম উদ্দিন,মোস্তাক,আক্তার কামাল,শাহাবউদ্দিন।রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শওকত বেলাল।
মামলার নথির বরাতে তিনি বলেন, ২০০০ সালের ১৫ জুন কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাঁচামিয়ারঘোণা এলাকার প্রবাসী মো: হোসেনের বাড়িতে তাঁর মেয়ের জামাই মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রবেশ করে। এসময় তারা মো: হোছেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো। এ রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছে বাদীপক্ষ।
© Deshchitro 2024