টাঙ্গাইল জেলার  ঘাটাইল উপজেলার  বিভিন্ন পুকুর নদী, নালা, খাল বিল, ডোবা জলাশয়ে চাঁয়না জাল ব্যবহার করে রেনু পোনা ধ্বংসের প্রতিবাদে মানব বন্ধন করেছে উপজেলার বিভিন্ন স্তরের জনগণ। বৃহস্পতিবার (২০জুলাই) উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা সর্বস্তরের জনগন আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, ঘাটাইল ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান তালুকদারসহ,মিন্টু মিয়া,আব্দুল লতিফ, রফিকুল ইসলাম। এ সময় চায়না জাল বন্ধের দাবিতে একটি লিখিত অভিযোগ দেয়া হয়।

বাঁচলে ছোট মাছ, তবে পাবেন বড় মাছ, চাঁয়না জাল বন্ধ করি মৎস্য সম্পদগ রক্ষা করি, কারেন্ট জাল বন্ধ করি ছোট মাছ রক্ষা করি,খরা জাল বন্ধ করি রেনু পোনা রক্ষা করি ইত্যাদি বিভিন্ন শ্লোগান দিয়ে প্ল্যাকার্ড ব্যানার শতাধিক লোকজন এ মানব বন্ধনে অংশ নেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024