|
Date: 2023-07-20 13:07:30 |
শ্যামনগর সরকারি মহসীন কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মল মন্ডলের মৃত্যু
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান নির্মল কুমার মন্ডল মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শ্যামনগর উপজেলা সদরের নিকটবর্তী চন্ডিপুর গ্রামে নিজ বাড়ীতে স্ট্রোক জনিত কারণে মারা যান।
পরিবার সুত্রে প্রকাশ, তিনি স্বাভাবিকভাবে চলা ফেরা করছিলেন হঠাৎ বৃহস্পতিবার ভোরে স্ট্রোক জনিত কারণে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল অনুমান সত্তর বছর। তার স্ত্রীও শিক্ষকতা পেশার যাতে যুক্ত ছিলেন। বর্তমানে অবসরে আছেন। তার দুই পুত্র সন্তান রয়েছে।
তিনি শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষক হিসাবে তার সুনাম ছিল ভাল। যার কারণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার্থীদের টিউশনীও করে গেছেন।
তার মৃত্যুতে শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ,শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইসচেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান শোক জ্ঞাপন করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ছবি- নির্মল মন্ডল।
© Deshchitro 2024