◾ স্পোর্টস ডেস্ক 


আইসিসির এলিট প্যানেলভুক্ত সাবেক জনপ্রিয় আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, লাহোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ৬৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন ৬৬ বছর বয়সী এই পাকিস্তানি। 


২০০০ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা শুরু করেন তিনি। আর ২০০৫ সালে প্রথমবারের মতো ক্রিকেটের অভিজাত ফর‌ম্যাট টেস্ট আম্পায়ারিং শুরু করেন। পরের বছর জায়গা করে নেন আইসিসির এলিট প্যানেলে।


২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নাম আসে আসাদ রউফের। ওই বছরই তাকে এলিট প্যানেল আম্পায়ার থেকে বাদ দেয় আইসিসি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024