|
Date: 2023-07-20 23:11:44 |
বৃহস্পতিবার ( ২০ জুলাই ) রাত আনুমানিক সোয়া ১১ ঘটিকায় সেনবাগ থানাধীন সেনবাগ বাজারে সুলতান প্লাজার নিচ তলায় আন্ডার গ্রাউন্ডে নোকিয়া প্লাস নামের একটি মোবাইল দোকানে আগুন লাগে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ আনে। দোকানের কিছু charger পুড়ে যায়। এতে হ্মতির পরিমাণ প্রায় ১ লহ্ম ৫০ হাজার টাকা।
বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
© Deshchitro 2024