|
Date: 2023-07-21 03:11:51 |
কক্সবাজার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হবে রবিবার ২৩ জুলাই ।
চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুপুর ১ টায় এ শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার এক বিজ্ঞপ্তিতে জানা গেছে নব নির্বাচিত পৌর পরিষদের শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম।
গেলো ১২ জুন অনুষ্ঠিত হয় কক্সবাজার পৌরসভার নির্বাচন। এতে মাহাবুবুর রহমান চৌধুরী মেয়র নির্বাচিত হয়। পাশাপাশি ১২ টি সাধারন ওয়ার্ড থেকে ১২ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ৪ টি ওয়ার্ড হতে ৪ জন নারী কাউন্সিলর নির্বাচিত হয়।
গেলো ৫ জুলাই পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়।
© Deshchitro 2024