|
Date: 2023-07-21 04:28:16 |
কুমিল্লার চৌদ্দগ্রামে প্যাকেটভর্তি ২০ কেজি গাঁজাসহ মোঃ রায়হান নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাতিসা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আলমগীর।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানার এসআই আলী আশ্রাফ জুয়েল, এএসআই ইসমাইল ও মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল ভুঁইয়া বাড়ির সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মাদক ব্যবসায়ী রায়হানকে ২০ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024