গাজীপুরের শ্রীপুরে ৫তলা নির্মাণাধীন ফ্ল্যাটের মালামাল পড়ে ফাতেমা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।



বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) ১২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নে মুলাইদ গ্রামের  ছোট কলিম উচ্চ বিদ্যালের পশ্চিম পাশে স্বপন কাজীর ফ্লাটে এ দুর্ঘটনা ঘটে।




নিহত শিশু ফাতেমা ময়মনসিংহের সদরের চরভবানীপুর কোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।এলাকার মোতাহার খানের ভাড়াটিয়া।নিহতের পিতা খান বাড়ি মোড়ে মুদি দোকানের ব্যবসা করতেন।ফাতেমা স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করত।


স্থানীয়রা জানায়,হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের  পশ্চিম পাশে (খান বাড়ি মোড়)স্বপন কাজীর ৫তলা ফ্লাটের নির্মাণ কাজের পরিত্যক্ত মালামাল পরিষ্কারের কাজ করছিল মিস্ত্রীরা।



ঐ সময় শিশু ফাতেমা পেয়ারা পাড়তে ফ্ল্যাটটির নিচে যায়। তখন হঠাৎ করে মিস্ত্রীদের হাত থেকে পরিত্যক্ত মালামাল নিচে ফালায়। তা ফাতেমার মাথার উপরে পড়লে গুরুতর আহত হয় সে।



ফাতেমাকে স্থানীয় আল হেরা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।




শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024