ঘুমের মধ্যে ফ্যান মেরামত করতে য়েয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 মৃত ব্যক্তির নাম তরিকুল ইসলাম(৩৪)। তিনি উপজেলার ছোটভেটখালী গ্রামের মৃত মতিয়ার রহমান গাজীর ছেলে।

পরিবার সুত্রে প্রকাশ, শুক্রবার (২০ জুলাই)দিবাগত রাত ২টার দিকে নিজ ঘরে শয়ন অবস্থায় টেবিল ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান।

 জানা যায়, ঘুমের মধ্যে নিজ শয়ন কক্ষে হঠাৎ টেবিল ফ্যানটি বন্ধ হয়ে যায়। এ অবস্থায় টেবিল ফ্যানটি মেরামত করার চেষ্টা করেন তরিকুল ইসলাম। ঘুমের ঘরে ফ্যানটি মেরামত করতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তিনি মারাত্নক আহত হন। পর তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ ব্যাপারে বলেন তরিকুল ইসলামের বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024