নীলফামারীর কিশোরগঞ্জে মাদক ব‍্যবসায়ী সাইদুল ইসলামকে গ্রেফতারে পর পুলিশের উপর হামলা করে হাতকড়া সহ পালিয়ে যায়।

বৃহস্পতিবার(২০ জুলাই)সন্ধ‍্যা সাড়ে ৭ টায় উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় মাদক ব‍্যবসায়ী সাইদুল ইসলাম সহ তার দলবলের হামলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর'র সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমান অপর দুই সদস‍্য মনিরুজ্জামান ও আসাদুজ্জামান  গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আভিযানিক দল উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মাদক কারবারী সাইদুল ইসলামকে আটক করে তাকে হাতকড়া পড়ায়। এ খবর ছড়িয়ে পড়লে সাইদুল ইসলামের দলবল এসে তাদের উপর হামলা করে। এই সুযোগে সাইদুল ইসলাম সহকারী উপ পরিদর্শক আতিকুর রহমানের হাতে কামড় দিয়ে হাতকড়া সহ পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরগঞ্জ থানা পুলিশ একই গ্রামের মৃত ইউনুছ পন্ডিতের ছেলে আলীপ নুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মাদক কারবারী সাইদুলকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আহত তিনজনকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


এ বিষয়ে কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়  বলেন, মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম'র নামে একাধিক মামলা সহ গ্রেফতারী পরোয়ানা  রয়েছে। একই গ্রামের মৃত‍্যু ইউনুস পন্ডিতের ছেলে এজাহারভুক্ত আসামী আলীপ নূরকে আটক করা হয়েছে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023