কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) পদে মুহাম্মদ ওবায়দুর রহমান (১৬৩০১)-কে নিয়োগ দেওয়া হয়েছে।


গত ১৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-২ শাখার সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মুহাম্মদ ওবায়দুর রহমানকে এ নিয়োগ দেওয়া হয়। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা, সরকারের উপসচিব মুহাম্মদ ওবায়দুর রহমান বর্তমানে সিলেটের জোনাল সেটেলমেন্ট অফিসার পদে কর্মরত আছেন।



প্রসঙ্গত, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) এর পদটি দীর্ঘ প্রায় দুই বছর ধরে শূন্য ছিলো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024