◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক 


যানজট এড়াতে এসএসসি ও সমমান পরীক্ষার সময় সকাল ১০টা থেকে পিছিয়ে বেলা ১১টা করার সুফল পাওয়া গেছে। তবে বেলা ১১টার পর থেকে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের ভিড়ে পুরো রাজধানীবাসী যানজটে পড়েছে। অনেক জায়গায় যানজট প্রধান সড়ক থেকে গড়িয়েছে অলিগলিতে।


বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকার পুলিশ সদস্য ও অভিভাবকরা শেয়ার করেছেন তাদের যানজট অভিজ্ঞতা।


মহানগর পুলিশ কমিশনার সফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার সময় পেছানোর সিদ্ধান্ত খুব ভালো কাজে আসছে। আজ কিছুটা যানজট হলেও আগামী দিনে যান চলাচলে কোনো সমস্যা হবে না।’


গত দুই দিন যানজটে চরম ভোগান্তির মুখে পড়ে রাজধানীবাসী। মঙ্গল ও বুধবারের যানজটের কথা চিন্তা করে বৃহস্পতিবার পরীক্ষার্থীরা সময় নিয়ে ঘর থেকে বের হয়। তাছাড়া পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য ট্রাফিক পুলিশ বিশেষ নজর দেয়। ফলে অধিকাংশ পরিক্ষার্থী নির্ধারিত সময়ের বেশ আগেই কেন্দ্রে পৌঁছে যায়। তবে বেলা ১১টার পর থেকে রাজধানীর আইডিয়াল স্কুল থেকে মালিবাগ, কাকরাইল মোড়ের ডানে ও বামের সড়কজুড়ে ছিল যানজট। দীর্ঘ সময় গাড়িগুলোকে থেমে থাকতে দেখা গেছে। এছাড়া মগবাজার, গুলশান, বনানী, মহাখালী ও আশপাশের এলাকায় যানজট ছিল‌ বলে খবর পাওয়া গেছে।


ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছে, পরীক্ষার আগে যানজট না থাকলেও পরীক্ষার পর বেশ কিছু সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। কারণ অনেক পরীক্ষার্থী ব্যক্তিগত গাড়িতে পরীক্ষার কেন্দ্রে আসে। তাদের গাড়িগুলো সড়কের পাশে পার্ক করে রাখা হয়। ফলে গণপরিবহন আটকে যায়। এছাড়া বেলা ১টার দিকে পরীক্ষা শেষ হলে একযোগে বাসায় ফিরতে শুরু করে পরীক্ষার্থীরা। এ কারণেও জট লাগে।


ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মাইনুল ইসলাম বলেন, অন্যান্য দিনের চেয়ে সকালে যানজট সহনশীল রাখতে চেষ্টা করে পুলিশ। কিন্তু প্রত্যেক পরীক্ষার্থীর সঙ্গে চারজন করে লোক এসে সড়কের আশপাশে অবস্থান নিলে জট লেগে যায়। 


আগামী দিনে যান চলাচল স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদী।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024