|
Date: 2023-07-22 04:43:20 |
সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ডেঙ্গু আক্রান্ত। তিনদিন আগে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন এই অভিনেত্রী। জ্বরের সঙ্গে প্রচণ্ড মাথাব্যথা।
গত মঙ্গলবার (১৮ জুলাই) চিকিৎসকের পরামর্শ নেন তিনি। তার উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। পরীক্ষা করে ২৪ ঘণ্টা পর পরের দিন সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ডেঙ্গু লিখে একটি স্ট্যাটাস দিয়েছেন।
জানা গেছে, বর্তমানে এই অভিনেত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন। প্রচণ্ড জ্বর কমছে না। অসুস্থ শরীর নিয়েই তানিয়া গণমাধ্যমকে বলেন, দুদিন ধরে প্রচণ্ড জ্বর। আমি খুবই অসুস্থ। প্রথম দিন রাতেই জ্বরের জন্য অনেকটা অচেতন অবস্থা।
তিনি আরও বলেন, পরে সকালে চিকিৎসক দেখালাম। তিনি লক্ষণ দেখেই বুঝলেন ডেঙ্গু। এখন চিকিৎসা নিচ্ছি। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবাই দোয়া করবেন।
প্রসঙ্গত, তানিয়া বৃষ্টি অভিনীত বেশ কিছু নাটক এবারে ঈদুল আজহায় প্রচার করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ আরও বেশ কয়েকটি নাটক।
© Deshchitro 2024