নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৭ম প্রতিষ্ঠাবর্ষিকী পালন করা হয়েছে। উপজেলা ইসলামী যুব আন্দোলনের আয়োজনে শুক্রবার বিকেলে এ উপলক্ষে মোটর সাইকেলের একটি বিশাল র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার কলেজ মোড় জামে মসজিদের সামনে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সদস্য হারিসুল বারি রনি, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি আজাহার আলী (বিএসসি) প্রমুখ। শেষে মাওলানা মো. হাবিবুল্লাহ জিহাদীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024