|
Date: 2023-07-22 10:53:25 |
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পর গহীন পাহাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুইজন অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। গহীন পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে দুই ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।
আটক ডাকাত দলের সদস্যরা হলেন, নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের আই ব্লকের বাসিন্দার সৈয়দ হোসেনের ছেলে মোঃ সেলিম প্রকাশ সেলিম, একই ক্যাম্পের বাসিন্দ রশিদ আহমেদের ছেলে মোঃ জসিম উদ্দিন(১৯)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ২১ জুলাই দুপুরের সময় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের লেকের পানি শোধনাগারে পানি সরবরাহ করার জন্য ইঞ্জিন চালু করিতে গেলে এনজিও ফোরাম নামক বেসরকারী সংস্থার দুইজন কর্মী অপহরণের শিকার হন। ঘটনার পরবর্তী ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেলে আমার নেতৃত্বে থানা পুলিশের কয়েকটি টীমসহ স্থানীয় লোকজন অপহৃতদের উদ্ধারে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে গহীন পাহাড়ী এলাকায় অভিযান শুরু করে। সন্ধার সময় শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের অনুমান ০২ কিঃমিঃ পশ্চিমে অহমদের ছনখোলা নামক পাহাড়ের পাদদেশে ডাকাতদের আস্তানায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম মোঃ হাছান (৫৫) ও মোঃ সাইফুল ইসলাম (১৯) কে উদ্ধার করা হয়। পাহাড়ে পুলিশের অভিযানের খবর পেয়ে ১৮/২০ জনের অপহরণকারী ডাকাত দলটি পালানোর সময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় অপহরণকারী দলের দুই ডাকাত দলের সমস্যকে আটক করা হয়।
তিনি বলেন, আটক ডাকাত দলের সদস্যদের দেহ তল্লাশি করে ২টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ সহ ডাকাতের আস্তানা থেকে কার্তুজের খোসা, লোহার শিকল, হেসকো ব্লেড, হাতুড়ি, প্লাস, রেত, স্ক্রু ড্রাইভার, টর্চ লাইট, স্প্রে ক্যান, ইলাস্টিক, সীসা’র তৈরী জালের গুলতি (গুটি) এবং নীল রং এর কাপড়ের ব্যাগ উদ্ধার হয়।
তিনি আরো বলেন, ডাকাত দলের সদস্যের বিরুদ্ধে মামলার অজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের দের গ্রেফতারে জন্য টেকনাফ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
© Deshchitro 2024