টাঙ্গাইলের মির্জাপুরে আজ (২২জুলাই) শনিবার, ঢাকা মহানগর এ্যামবুলেন্স মালিক সমবায় সমিতি মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে এ্যামবুলেন্স র‍্যালি করা হয়। বাংলাদেশ এ্যামবুলেন্স মালিক কল্যান সমিতির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে এই র‍্যালিটি করা হয়। র‍্যালিটি পৌরসভার কুমুদিনী হাসপাতাল রোড থেকে শুরু করে পোস্টকামরি চরপাড়া, মির্জাপুর বাইপাস ও দেওহাটা এলাকা প্রদক্ষিণ করে মির্জাপুর পুরাতন বাস স্টান্ডে এসে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ঢাকা মহানগর এ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান বাপ্পি, সহ সভাপতি প্রিন্স হক, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য রকি মিঞা প্রমুখ। তাদের ৬ দফা দাবি সমূহ হলো, সেবাখাতে এ্যাম্বুলেন্সের আয়কর বিআরটিএ কর্তৃক নেয়া চলবে না, এ্যাম্বুলেন্সের জাতীয় নীতিমালা প্রণয়ন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন চাই, হাসপাতাল সমূহে পার্কিং সুবিধা চাই, রোগী থাকাবস্থায় গ্যাস সুবিধা চাই, সড়কে হয়রানি মুক্ত পথ চলতে চাই।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024