যশোরের অভয়নগরে আকিজ জুট মিলের পাশে  দূর্গাপুর নামক এলাকায় ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২২শে জুলাই) সকাল ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বাসুদেব সুরের নওয়াপাড়া বাজার এলাকায়  হানিফ কাউন্টারের পাশে হৃদয় টেলিকম নামের একটি  ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি  ফুলতলা দক্ষিণ ডিহি এলাকার মৃত বিজয় কৃষ্ণ সুরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে নওয়াপাড়া ফাতেমা ক্লিনিকে ইসিজি করাতে আসার সময় দূর্গাপর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন বাসুদেব সুর। এসময় হঠাৎ ঘটনাস্থলে বেনাপোল আন্তঃ নগর একটি ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন।  পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

রেজাউল নামে একজন প্রতক্ষদর্শী জানান ট্রেন আসলে অনেক লোকজন ছিলো তারা নিষেধ করার পর একটু থেমে আবার মোটরসাইকেল চালালে সঙ্গে সঙ্গে ট্রেন এসে ধাক্কা দেয় এবং সে পাখির মতো দূরে ছিটকে পড়ে।নিহত বাসুদেব সুরের স্ত্রী দুই  ছেলে এক  কন্যা সন্তান রয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান জানান, ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর মারাত্মক ভাবে আঘাত পেয়ে পথেই তার মৃত্যু হয়েছে। যশোর রেলওয়ে থানার এস আই মিজানুর রহমান  জানান,  ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামের এক ব্যক্তির  মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। আমাদের টিম তদন্তের কাজ করছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024