গলায় ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর আত্নহত্যা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওড়না পেঁচিয়ে এক স্কুল ছাত্রী আত্নহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার আটুলিয়া ইউনিয়নের আটুলিয়া গ্রামে। মৃত ছাত্রীর নাম অনিন্দা । সে নওয়াবেঁকী ছফুরেন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার পিতা স্বপন কুমার বাউলিয়া শওকত নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মাতা পুষ্প রানী বাউলিয়া ছোটকুপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন।

শুক্রবার দিবাগত (২১ জুলাই) রাতে নিজ ঘরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। রাতে প্রতিদিনের ন্যায় খেয়ে ঘুমাতে যায় অনিন্দা। অন্য দিনের ন্যায় ঘুম থেকে উঠতে না দেখে বেলা হলে বাড়ীর সকলে ডাকা ডাকি করতে থাকে।

কোন সাড়া শব্দ না পেয়ে তার পিতা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে ফ্যানের সাথে ঝুলে আছে। পর তার পিতা ধরে নিচে নামিয়ে শ্যামনগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি থানায় নিয়ে আসে। কি কারণে সে আত্নহত্যা করেছে এ বিষয়ে কোন কিছু জানা যায়নি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024